স্ত্রীর মাথা কেটে থানায় আত্মসমর্পণ
স্ত্রীর মাথা বিচ্ছিন্ন করে ব্যাগে ভরে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম সতীশ। গতকাল রোববার সন্ধ্যায় ভারতের কর্ণাটক রাজ্যের চিকমাগালুর জেলায় ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয় বছর আগে সতীশ বিয়ে করেন রূপাকে। তাঁদের দুই সন্তান রয়েছে। স্ত্রী রূপার সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল।
সতীশ পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় তিনি বেঙ্গালুরু থেকে বাড়িতে ফিরে তাঁর স্ত্রী রূপার সঙ্গে ওই ব্যক্তিকে দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর শিরশ্ছেদ করেন। পরে বিচ্ছিন্ন মাথা ব্যাগে ভরে তাঁর টু-হুইলার নিয়ে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্থানীয় থানায় পৌঁছান। সেখানে ব্যাগ থেকে স্ত্রীর মুণ্ডুর চুলের মুঠি ধরে থানায় ঢুকে আত্মসমর্পণ করেন তিনি। পরে পুলিশ সতীশকে গ্রেপ্তার করে।
চিকমাগালুর পুলিশ সুপার আন্নালাম কুপ্পাসামি বলেন, ‘আমরা তাঁকে গ্রেপ্তার করেছি এবং তাঁকে ইন্ডিয়ান পেনাল কোডের (আইপিসি) ৩০২ ধারা অনুযায়ী খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।’