‘মোনালিসা’র মতোই নিখুঁত কোহলির ব্যাটিং!
কোহলির ব্যাটিংয়ে দুর্বলতা খুঁজে বের করার সঙ্গে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার খুঁত ধরার তুলনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স।
বিরাট কোহলির ব্যাটিং নিয়ে কতশত প্রশংসা হচ্ছে! ব্যাপারটাকে একধাপ এগিয়ে নিলেন ডিন জোন্স। ভারতীয় অধিনায়কের অপূর্ব ব্যাটিং দক্ষতা ও সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে জোন্সকে হতে হয়েছে মোনালিসার দ্বারস্থ!
লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা নিয়ে মানুষের বিস্ময় ও প্রশংসার শেষ নেই। প্রায় সবাই একবাক্যে মেনে নেন ছবিটা নিখুঁত। কোহলির ব্যাটিংও যেন তাই। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জোন্স অন্তত সেরকমই মনে করেন, ‘কোহলির খেলায় দুর্বলতা খোঁজা মানে মোনালিসা ছবিতে খুঁত ধরার চেষ্টা করা। তাঁর কভার ড্রাইভ বন্ধ করতে অন্য জায়গায় বল করতে হবে প্রতিপক্ষ দলকে।’ ৬ ডিসেম্বর অ্যাডিলেড টেস্ট দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ।
এর আগে ২০১৪-১৫ সালে চার ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬.৫০ গড়ে ৬৯২ রান করেছিলেন কোহলি। আট ইনিংসে সেঞ্চুরি ছিল চারটি। সেই ব্যাটিং তাণ্ডবের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন জোন্স, ‘শেষ অস্ট্রেলিয়া সফরে আট ইনিংসে চারটি সেঞ্চুরি করেছিল কোহলি। চমৎকার সব কভার ড্রাইভ খেলেছিল এবং মিড উইকেটের ওপর দিয়ে এত সহজে খেলেছে যে ব্যাপারটা একঘেয়ে লেগেছে।’
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই কিন্তু কথার লড়াই। এবার এই চর্চা সেভাবে শুরু না হলেও আঁচ রয়েছে। জোন্স তাই অস্ট্রেলিয়া দলকে মনে করিয়ে দিলেন, কোহলিকে খেপালে বিপদ বাড়বে, ‘তাঁর সঙ্গে কথা বলো না কিংবা বিরক্ত করো না। বন্ধু বানাও।’
ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ভারতের তুলনায় দুর্বল দল বলেই মনে করছেন জোন্স। আর তাই তাঁর বিশ্বাস, ‘ভারত এবার সিরিজ জিততে না পারলে অস্ট্রেলিয়ার মাটিতে আর কখনোই পারবে না।’