মুখোমুখি বাংলাদেশ ও ভারতের শিল্পীরা
অনুষ্ঠানের প্রতিযোগী ও উপস্থাপকদের নাচের একটি মুহূর্ত।
হাসি, কান্না, উত্তেজনা আর জীবনের ছোট ছোট গল্প দেখা যাবে টিভিতে। তবে কোনো ধারাবাহিক কিংবা খণ্ড নাটকে নয়, দেখা যাবে নাচ নিয়ে তৈরি রিয়েলিটি শো ‘বাজলো ঝুমুর তারার নূপুর’-এ। আগামী সপ্তাহ থেকেই তারকাবহুল এ অনুষ্ঠান দেখা যাবে নাগরিক টিভির পর্দায়। অনুষ্ঠানটি প্রচারে আসার আগে এর কয়েক ঝলক দেখার সুযোগ পেয়েছিল । সেই অভিজ্ঞতা নিয়েই আজকের প্রতিবেদন।
তারকারা লড়বেন তারকার বিরুদ্ধে—এমন পরিকল্পনা নিয়ে দেশের টিভি চ্যানেলগুলো এর আগে রম্য বিতর্কের মতো আয়োজন করেছে। কিন্তু এক দেশের তারকারা লড়বেন আরেক দেশের তারকা শিল্পীদের সঙ্গে, ছুড়ে দেবেন চ্যালেঞ্জ—এমন লড়াই টিভির দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশের জান্নাতুল পিয়া, আশনা হাবিব ভাবনা, সাফা কবির, ঈশানা, অমৃতা খান ও স্পর্শিয়া ছিলেন আমাদের দেশের প্রতিনিধি হয়ে। আর ভারতের পশ্চিমবঙ্গের প্রতিনিধি হয়ে বাংলাদেশের নাচের রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন কলকাতার স্টার জলসা চ্যানেলের ‘ইচ্ছে দুপুর’ সিরিয়ালের রিমঝিম, ‘পুণ্যি পুকুর’-এর মোনামি, ‘জলনূপুর’-এর লাভলি, ‘মা’ সিরিয়ালের ছোট্ট তিথি, জি বাংলার ‘অগ্নিজল’ সিরিয়ালের সোহিনী ও বিগ বস বাংলার চ্যাম্পিয়ন এনা সাহা। তারকার আনাগোনা শুধু এখানেই শেষ নয়, বিচারকের আসনেও দুই বাংলার জনপ্রিয় তারকাদের উপস্থিতি ছিল। নিয়মিত বিচারকের আসনে বসেছেন বাংলাদেশের চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন ও টালিউডের অভিনেত্রী শতাব্দী রায়। আর বিভিন্ন পর্বে অতিথি বিচারকের আসনে বসেছেন বাংলাদেশের সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা সজল, চিত্রতারকা মৌসুমী, ফেরদৌস ও চলচ্চিত্র নির্মাতা তৌকীর আহমেদ; কলকাতার সংগীতশিল্পী জোজো, অনিন্দ্য, অভিনেত্রী শ্রীলেখা মিত্র ও নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর।