ডিপজল নানা হলেন বিনোদন প্রতিবেদক, নতুনখবর |

প্রথমবার নানা হলেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের ভয়ংকর খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার মেয়ে ওলিজা মনোয়ার রবিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
ফেসবুকে নবজাতকের কয়েকটি ছবি পোস্ট করে এই খুশির খবরটি জানিয়েছেন ওলিজা নিজেই। পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ওলসায় রহমান। মা-সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানান ডিপজল। তিনি নাতীর জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।
গত বছর জুনে মেয়ের বিয়ে দিয়েছেন অভিনেতা ও প্রযোজক ডিপজল। ওলিজার স্বামীর নাম অর্পণ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। পরে ২৮ জুন বড় আয়োজনে হয়েছিল তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
নতুনখবর/তুম