রাস্তাঘাটে গাড়ি বিকল হওয়া অস্বাভাবিক নয়। এমনকি ধাক্কা দিয়ে গাড়ি চালু করাও নতুন কিছু নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। ধাক্কা দিয়ে চালু করা হয়েছে ট্রেন। শনিবার (২৩ মার্চ) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটিতে রেললাইনের ওপরেই থেমে যায় ট্রেনটি। পরে তা ধাক্কা দিয়ে চালু করেন রেলওয়ের কর্মীরা। এমনকি এটিও ভিডিও ধারণ করেন এক ব্যক্তি। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
ধাক্কা দিয়ে চালু করা হলো ট্রেন, ভিডিও ভাইরাল
বিচিত্র / খেলনা গাড়িতে ৫০০ মাইল ভ্রমণ!
বিচিত্র এ ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের আমেঠির এলাকায়। এর আগে উত্তর প্রদেশের মথুয়ায় প্ল্যাটফর্মের ওপর উঠে পড়েছিল ট্রেনের একাংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে এ ঘটনা সামনে এসেছে।
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া ট্রেনটি ছিল ডিপিসির একটি কোচ। রেললাইনে এটি বন্ধ হয়ে যাওয়ার পর রেলওয়ের কর্মীরা এটিকে ধাক্কা দিয়ে চালু করেন। তবে ততক্ষণে দুই পাশে অনেক লোক জড়ো হয়ে যায়। বিষয়টি প্রথমে আঁচ করতে না পারলেও পরে তারা বুঝতে পারেন।
Railway men made to push train coach after snag in UP's Amethi. The incident happened in Uttar Pradesh's Amethi where a DPC coach mainly used by Railway officials for inspection, broke down on the main line near the Nihalgarh Railway Station#Amethi #IndianRailways #UttarPradesh pic.twitter.com/MxQFGScwk8
— shivanshu tiwari (@shivanshu7253) March 22, 2024
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রেলকে নিয়ে প্রশ্ন করছেন। রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন করছেন অনেকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রেলমন্ত্রীকে পোস্টে অনেকে ট্যাগও করছেন।