সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

সেচের ১ হাজার টাকার জন্য জমিতেই কৃষককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বোরো ধানের খেতে সেচের এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে এক কৃষককে খুনের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ মার্চ) সকালে কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মুছা মিয়া (৪০)।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের কৃষক মুছা মিয়ার নিজস্ব জমিজমা নেই। অন্যের জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন। একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে রুহুল আমিনের (২৫) নিজস্ব জমিজমা এবং একটি সেচ মেশিন রয়েছে।
রুহুল আমিনের কাছ থেকে মুছা মিয়া দেড় একর জমি বন্ধক নেন। সেই জমিগুলোতে ইরি ধানের চাষ করেছেন। রুহুল আমিনের কাছ থেকেই জমিতে সেচ দেন তিনি। মুছা মিয়ার কাছে সেচের পানির তিন হাজার টাকা পাওনা ছিল রুহুল আমিনের। কয়েকদিন আগে দুই হাজার টাকা পরিশোধ করেছেন। তার কাছে সেচের আরও এক হাজার টাকা পেতেন রুহুল আমিন।
শনিবার সকালে ওই ইরি জমিতে কাজ করছিলেন মুছা মিয়া। ওই সময় রুহুল আমিন তার কাছে সেচের এক হাজার টাকা চায়। এ সময় মুছা মিয়া এক হাজার টাকা পরিশোধ করতে কিছু দিন সময় চান। রুহুল আমিন এ নিয়ে মুছা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে রহুল আমিনের কাছে থাকা একটি ছুরি দিয়ে মুছা মিয়ার পেটে আঘাত করে। মুছা মিয়া চিৎকার করতে করতে ধান ক্ষেতে পড়ে যান।

রুহুল আমি দৌড়ে পালিয়ে যায়। এ সময় মুছা মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন ও বাড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে মুছা মিয়াকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন স্বপ্না আক্তার বলেন, আমার ভাই একজন সহজ সরল মানুষ। তার একটি মেয়ে আর একটি প্রতিবন্ধী ছেলে আছে। নিজের কোনো জমি নেই। অন্যের জমি বন্ধক নিয়ে কোনোরকমে দিনাতিপাত করে। রহুল আমিন আমার ভাইয়ের কাছে সেচের তিন হাজার টাকা পেত। এর মধ্যে দুই হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর মাত্র এক হাজার টাকা পাওনা ছিল। ওই এক হাজার টাকার জন্য জমিতে গিয়ে আমার ভাইকে ছুরিকাঘাত করে খুন করেছে রুহুল আমিন।

কসবা থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, জমির সেচের টাকাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মুছা মিয়া নামের এক কৃষককে খুন করা হয়েছে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের সুরতহালে দেখা গেছে, পেটের মধ্যে একটি ছুরির আঘাত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা রুহুল আমিন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

1

বাড়ল সয়াবিন তেলের দাম

2

শান্তর ডাকে কি ফিরবেন তামিম?

3

ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ : নিহত বেড়ে ১৩

4

কত মুক্তিপণে ছাড়া পেলেন ২৩ নাবিক?

5

ইসরায়েলকে বাঁচাতে চীনের হাতে-পায়ে ধরেছে যুক্তরাষ্ট্র

6

দেশে দুর্ভিক্ষ সম্প্রসারিত হচ্ছে : রিজভী

7

সীমান্তে আরেক শহরের পতন, বড় পরাজয়ের মুখে মিয়ানমারের জান্তা

8

কুকি-চিন নিয়ে বিএনপি ইস্যু খুঁজছে : ওবায়দুল কাদের

9

৭ মামলায় নাম নেই কেএনএফ সদস্যদের

10

মসজিদে নববীতে নামাজ আদায় করলেন ২ কোটির বেশি মুসল্লি

11

রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন

12

যেভাবে মুসলিম স্বামীর পাশে দাঁড়ালেন খ্রিষ্টান স্ত্রী

13

সেচের ১ হাজার টাকার জন্য জমিতেই কৃষককে হত্যা

14

পাহাড় কাটার খবরে অভিযান, বন কর্মকর্তাকে হত্যা

15

১৫ এপ্রিলের ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাচ্ছে আজ

16

কঠোর নজরদারির মধ্যেও বিনা টিকিটে ট্রেনে উঠছেন যাত্রীরা

17

উত্তপ্ত পরিস্থিতি, বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

18

আমরা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছি : ড. ইউনূস

19

ঈদযাত্রায় মোটরসাইকেল চলবে কি না জানাল বিআরটিএ

20

বন ও পাহাড় রক্ষায় রাজধানীতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।